Logo

চাকরি    >>   বিসিএস পরীক্ষার ফি কমানোর ঘোষণা

বিসিএস পরীক্ষার ফি কমানোর ঘোষণা

বিসিএস পরীক্ষার ফি কমানোর ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় পদক্ষেপ হিসেবে ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে, নতুন ফি কত হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।

এর আগে দুপুরে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেখানে ফি পূর্বের মতো ৭০০ টাকা নির্ধারণ করা হয়। তবে প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য এই ফি নির্ধারিত ছিল ১০০ টাকা। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই পিএসসি নতুন করে ফি কমানোর বিষয়ে ঘোষণা দেয়।

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ৭০০ টাকা ফি কমিয়ে একটি ন্যায্য হার নির্ধারণ করা হবে। দ্রুততম সময়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং হ্রাসকৃত ফি সম্পর্কে আবেদন শুরুর আগেই বিস্তারিত জানানো হবে। এ তথ্য কমিশনের ওয়েবসাইট ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

  • পদসংখ্যা: এবার ৪৭তম বিসিএসে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডারে আরও ২০১টি পদে নিয়োগ দেওয়া হবে।
  • আবেদনের সময়সীমা: আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে এবং শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে।
  • বয়সসীমা: ২১ থেকে ৩২ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

সরকারি চাকরিতে প্রবেশের অন্যতম বড় পরীক্ষায় এই ফি কমানোর উদ্যোগটি ছাত্র সমাজের আন্দোলনের সফলতার বড় উদাহরণ। পিএসসির এমন সিদ্ধান্ত সবার কাছে ইতিবাচকভাবে গৃহীত হয়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert